করেনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবারেই গোটা দেশে তিন সপ্তাহের লকডাউনের নির্দেশ দিয়েছেন। ফলে এ বার আইপিএল বাতিল হওয়ার সম্ভাবনাও প্রকট হয়ে উঠল।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক র্কতার কথাতেও আইপিএল বাতিল হওয়ার জল্পনা বেড়েছে। সংবাদসংস্থাকে তিনি বলেন, ‘‘যদি টোকিয়ো অলিম্পিক্স এক বছর পিছোতে পারে, তা হলে আইপিএল তার কাছে অত্যন্ত নগণ্য ব্যাপার। এ বার আইপিএল আয়োজন করা ক্রমেই জটিল হচ্ছে। র্বতমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বিদেশিদের ভিসা দিতেও চাইছে না।’’
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘আইপিএল নিয়ে কোনও সদর্থক উত্তর এই মুর্হূতে নেই। এখন কিছুই বলা যাচ্ছে না। আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত যে দিন হয়েছিল, তার পরে পরিস্থিতির কোনও উন্নতি হয়নি গত ১০ দিনে। তাই আমার কাছে এই মুর্হূতে আইপিএল সম্পর্কে কোনও উত্তর নেই।’’
সৌরভ আরও যোগ করেন, ‘‘ক্রিকেটের আন্তর্জাতিক সফরসূচি নির্ধারিত রয়েছে। ক্রিকেট ছাড়াও অনেক খেলা বন্ধ। সরকার লকডাউন করেছে। ফলে দলগুলো বিমার সাহায্য পাবে কি না তা-ও জানা নেই। কড়া নজর রাখছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। সরকার বা প্রশাসন যে ভাবে এগোতে বলবে, সে ভাবেই পদক্ষেপ করা হবে।’’