করোনা নিয়ে আতঙ্কে ভুগছে গোটা দেশই। উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই দেশের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় লক ডাউন ঘোষণা হয়েছিল। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাত ৮টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা-আতঙ্কের মধ্যেই প্রধানমন্ত্রী কী বলবেন, তা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা।
মঙ্গলবার সকালে এক টুইটে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ রাত ৮টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেব। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব।’ এর আগের ভাষণে ‘জনতা কার্ফু’ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আর এদিন জনতার সামনে এসে গোটা দেশজুড়েই লক ডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, এই লকডাউন চলবে টানা ২১ দিন।
তবে, এদিন লক ডাউন না বলে বিষয়টিকে কার্ফু জারির মতো কঠোর বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এই ২১ দিন গোটা দেশের মানুষকে ঘরের বাইরে বেরোতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘এই ২১ দিন বাড়ির বাইরে বেরোনো ভুলে যান। এই কথাটা নরেন্দ্র মোদী নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে অনুরোধ করছি।’ এই ২১ দিন বাইরে বেরোলে প্রশাসনকে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন তিনি।
তিনি বলেন, ‘দায়িত্বজ্ঞানহীনের মতো বেপরোয়া কাজকম্ম করলে এই দেশের পরিনাম খুব একটা ভালো হবে না। সামাজিক দূরত্ব শুধু করোনা আক্রান্তের জন্য নয়। এটা সবার জন্য। এমনকী খোদ প্রধানমন্ত্রীর জন্যও। করোনার এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে, সব আয়োজন করেও নানান দেশ আটকাতে পারছে না। আমরা না পারলেও তার পরিনাম খুব খারাপ হবে। তাই করোনা মোকাবিলায় সর্বসম্মতিক্রমে এমন কঠোর সিদ্ধান্তে আমাদের উপনীত হতেই হল।’