করোনা আক্রান্তদের সামলাতে পাহাড়প্রমাণ চাপ পড়ছে বেলেঘাটা আইডির উপর। সেখানে রক্তপরীক্ষা করাতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগেই রয়েছে। তাই কলকাতা মেডিক্যাল কলেজকে করোনা আক্রান্তদের জন্য ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনকে দ্রুত সেই কাজ শেষ করার নির্দেশ দেন। তারপরই স্বাস্থ্য ভবন জানিয়ে দেয়, আগামী শনিবার থেকেই মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডের কাজ শুরু হয়ে যাবে। ওইদিন থেকেই শুরু হবে ভর্তি। একই সঙ্গে জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের পাঁচ নম্বর গেটের নাম হবে ‘করোনা গেট’।
শুধু মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিং নয়। পাশের নিউ বয়েজ হোস্টেলের পুরোটাকেই আইসোলেশন ওয়ার্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে আরও ৫০০ বেডের বন্দোবস্ত হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। তবে প্রথম ধাপে ৩০০ বেডের আইসোলেশন ওয়ার্ড চালু হয়ে যাবে শনিবারই।
গত সপ্তাহে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বলেছিলেন, বেসরকারি হাসপাতালগুলি যেন আইসোলেশন ওয়ার্ড তৈরি রাখে। কিন্তু সংক্রমণ যে ভাবে বাড়ছে তাতে আরও সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরিতে গুরুত্ব দেয় রাজ্য। এদিন স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে মেডিক্যাল কলেজে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। এছাড়াও সেখানে ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল, সুপার ও স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা। সেখানে গিয়ে সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা।