আগামী আইপিএল-এর রূপরেখা কি হবে, তা তৈরি করার জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আজ, মঙ্গলবার কনফারেন্স কলে বসার কথা ছিল বোর্ড-কর্তাদের। কিন্তু করোনার জেরে পরিবর্তিত পরিস্থিতিতে সেই কনফারেন্স কল বাতিল করে দেওয়া হয়েছে। আর তার ফলে ২০২০ আইপিএলের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল।
এ বারের আইপিএল-এর বল গড়ানোর কথা ছিল ২৯ মার্চ। কিন্তু করোনার থাবায় ১৫ এপ্রিল পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয়েছে। তার পরেও যে টুর্নামেন্ট হবে, এমন কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। কিংস ইলেভেন পাঞ্জাবের কো-ওনার নেস ওয়াদিয়া বলেন, ‘মনু্ষ্যত্ব সবার আগে। তার পরে বাকি সব কিছু। এখনও পর্যন্ত পরিস্থিতির একটুও উন্নতি হয়নি। ফলে এখনই আইপিএল নিয়ে আলোচনা করার মতো অবস্থা নেই।’
আগে আইপিএল শুরুর পাঁচটি সম্ভাব্য তারিখ স্থির করে রেখেছিল বোর্ড। সেটা অবশ্য সপ্তাহখানেক আগের ঘটনা। গোটা বিশ্বের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। এ দেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একাধিক রাজ্যে জারি হয়েছে লক ডাউন। এই আবহে নামপ্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি কর্তা বললেন, ‘এমতাবস্থায় আলোচনা করে কোনও লাভই নেই। আইপিএল-এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আমাদের চিন্তা করতে হচ্ছে।’