করোনা সংক্রমণ নিয়ে মানুষকে সচেতন করতে এবার একযোগে প্রচারে নেমেছে ফিফা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রচারে বিশ্বের খ্যাতনামা ফুটবলারদের সঙ্গে রয়েছেন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও। করোনা ভাইরাস-এর সংক্রমণ আটকানোর জন্য পাঁচটি বিষয় মেনে চলারও অনুরোধ করা হয়েছে এক ভিডিও বার্তায়।
‘পাস দ্য মেসেজ টু কিক আউট করোনা ভাইরাস’ নামের এই প্রচারে রয়েছেন বুফোঁ, ইকের ক্যাসিয়াস, স্যামুয়েল এটো, ফিলিপ লাম, গ্যারি নিলেকার, লিওনেল মেসি, জাভি হার্নান্ডেজ, কার্লেস পুয়োলের মতো বিখ্যাতরা। সাধারণ মানুষের সুরক্ষার জন্য পাঁচটি নিয়ম মানার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, হাত ধোয়া, হাঁচি বা কাশির সময়ে সচেতনতা অবলম্বন করা, হাত দিয়ে নিজের মুখ স্পর্শ না করা, অপর ব্যক্তির সঙ্গে দূরত্ব বজায় রাখা ও শরীর খারাপ মনে হলে ঘরের মধ্যে নিজেকে বন্দী করে রাখা।
হু-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডহানম জেনেভায় এই ভিডিয়ো প্রচার অনুষ্ঠানে বলেন, ‘করোনা ভাইরাস রোধে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলে যাচ্ছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রচার বা আর্থিক সহযোগিতার মাধ্যমে হোক, করোনা ভাইরাস আটকানোর জন্য চেষ্টা করে যাচ্ছে ফিফা। এই উদ্যোগে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মিলিত প্রচেষ্টার দ্বারাই আমরা এই যুদ্ধ জয় করতে পারি।’