চীনের উহানের দেখানো পথে হেঁটেই করোনা সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধে নামতে চায় শহর কলকাতা। আজ, মঙ্গলবার থেকেই মহানগরের রাস্তায় একসঙ্গে ২০টি বড়মাপের জেট-স্প্রে গাড়ি দিয়ে জীবাণুনাশক রাসায়নিক জলে মিশিয়ে ছড়ানো শুরু হচ্ছে।
চীনে এভাবে রাজপথে ভাইরাস ধ্বংসকারী স্প্রে ছড়িয়ে সুফল পাওয়া গেছে বলে বিশেষজ্ঞরা মেয়রকে জানিয়েছেন। পুরসভা তাই যুদ্ধকালীন তৎপরতায় ওই রাসায়নিক অর্ডার দিয়ে নিয়ে এসে কলকাতাকে বিপদমুক্ত করার চেষ্টা শুরু করল বলে মেয়র জানান। আজ প্রথমে এসএসকেএম, বাঙুর, বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জেট-স্প্রে জলের গাড়ি ভাইরাস ধ্বংস করতে কাজ শুরু হচ্ছে।
প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিয়ম করে মহানগরের সমস্ত ঘন জনবসতি, হাসপাতাল ও স্বাস্থ্য দফতরের চিহ্নিত এলাকায় ওই জীবাণু ধংসকারী রাসায়নিক-স্প্রে ছড়ানো হবে বলে এদিন জানিয়েছেন মেয়র। বলেন, “দিনকয়েক আগে মুখ্যমন্ত্রী দলীয় রাজ্যসভার সাংসদদের তহবিলের তরফে ২০টি জেট-স্প্রে গাড়ি দিয়েছিলেন পুরসভাকে। মূলত রাজপথ ধোয়া ও রাস্তার ডিভাইডারের গাছে জল দেওয়ার জন্য ওই গাড়িগুলি ব্যাবহার হওয়ার কথা। কিন্তু এবার ওই গাড়ির জলে সোডিয়াম হাইপোক্লোরাইড মিশিয়ে শহরের বিভিন্ন ঘনবসতি এলাকায় ছড়ানো হবে।”
করোনার গর্ভগৃহ উহান প্রদেশে ব্যাপক হারে এই সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত স্প্রে ছড়িয়েই ভাইরাসকে ধ্বংস করে মৃত্যুর হার কমিয়ে এনেছে চীন।জেট-স্প্রে মেশিন ছাড়াও করোনা সংক্রমিত হতে পারে এমন সন্দেহে চিহ্নিত বহুতলের বিভিন্ন ফ্লোরে ওই রাসায়নিক বিশেষ ধরনের ফগিং মেশিন দিয়ে ছড়িয়ে ভাইরাস ধ্বংস করবেন পুরসভার কর্মীরা।