করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেও এবং তার জেরে দেশ জোড়া লকডাউনেও সিএএ বিরোধিতায় নিজেদের প্রতিবাদ জারি রেখেছিল শাহিনবাগ। কিন্তু ১০১ দিন পর মঙ্গলবার সকালে খালি করা হল প্রতিবাদ মঞ্চ। দক্ষিণপূর্ব দিল্লীর ডেপুটি কমিশনার আরপি মীনা জানালেন, কোভিড–১৯ সংক্রমণ ছড়ানো রুখতেই এই পদক্ষেপ করা হয়েছে।
এদিন সকাল সাতটা নাগাদ দিল্লী পুলিশ শাহিনবাগের আন্দোলনস্থলে পৌঁছয়। তখন সেখানে ৫০ জন প্রতিবাদী ছিলেন। মীনা জানালেন, প্রতিবাদীদের বলা হয় দিল্লীতে ১৪৪ ধারা জারি হয়েছে, ফলে বেশি জমায়েত অবৈধ। এমনকি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে নয়ডা–দিল্লী সংযোগকারী এই রাস্তা যদি বন্ধ থাকে তাহলে স্বাস্থ্য সংক্রান্ত কারণে কখনও প্রয়োজন হলে রাস্তা ব্যবহার করা যাবে না এবং মানুষকে অনেক ঘুরে যেতে হবে।
কিন্তু প্রতিবাদীরা কর্ণপাত না করায় সকাল ৭.৩০ মিনিট নাগাদ জোর করে তাঁদের তুলে দেওয়া হয়। কারণ দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লী এবং সংলগ্ন অঞ্চলে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছিলেন রবিবারই। সোমবার থেকেই তা কার্যকর হয়েছে। তিনি টুইট করে লিখেছিলেন, অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক ব্যবস্থা নিতে হয়।
পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে পুরুষ এবং মহিলা সহ ৯জনকে আটক করা হয়েছে। বলে জানিয়েছেন এক অফিসার। শুধু শাহিনবাগই নয়, খালি করা হয়েছে উত্তরপূর্ব দিল্লীর জাফরাবাদ এবং পুরনো দিল্লীর তুর্কমান গেটের প্রতিবাদ স্থলও। সব কটি প্রতিবাদস্থলই পরিষ্কার–পরিচ্ছন্ন করছেন পুরকর্মীরা বলে জানাল পুলিশ।