সাম্প্রতিক সময়ে যতই তিনি নিষ্প্রভ থাকুন না কেন, যতই তিনি নিউজিল্যান্ড সফরে ব্যর্থ হন না কেন, তবুও বিরাট কোহলিই এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান। গতকাল বিরাটকে নিজের প্রিয় ব্যাটসম্যান বলে অভিহিত করেছিলেন প্রাক্তন পাক তারকা জাভেদ মিয়াঁদাদ। আর এদিন কোহলিকে এহেন প্রশংসায় ভরিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দ্রপল।
দীর্ঘদিন ধরে বিরাট কোহলির মতো ফর্মের শীর্ষে থাকা সহজ নয় বলে জানিয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একদিনের র্যাঙ্কিংয়ে কোহলি এখন শীর্ষে। টেস্টের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে বিরাট। আর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে কোহলির স্থান প্রথম দশের মধ্যেই।
চন্দ্রপল বলেছেন, ‘নিজের খেলার সবদিক নিয়েই ও খেটেছে। তার ফলও দেখা যাচ্ছে। ফিটনেস নিয়েও ও মারাত্মক পরিশ্রম করে। স্কিল বাড়ানোর জন্য সময় দিয়েছে। কঠোর পরিশ্রম যে করে, তা দেখেই বোঝা যায়। আর ও এমন একজন, যে কি না সবসময় ভাল কিছু করতে চায়। প্রতিদিন ও নিজেকে প্রমাণ করে চলেছে। এর জন্য কৃতিত্ব প্রাপ্য কোহলির। এত দীর্ঘ সময় ধরে নিজের খেলার শীর্ষে থাকা সহজ নয়। ও পরিশ্রমের সুফল পাচ্ছে এখন।