ধীরে ধীরে গোটা ভারতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭০। বাংলাতেও আক্রান্তের সংখ্যা এখন ৪। প্রধানমন্ত্রীর নির্দেশমত আজ সারা দেশজুড়ে চলছে ‘জনতা কারফিউ’। আর তার মধ্যেই রাজ্য সরকারকে কেন্দ্রের তরফে সুপারিশ করা হয়েছে, লক ডাউন করে দেওয়া হোক কলকাতাকে। আগামী ৩১ মার্চ পর্যন্ত কলকাতাতে লক ডাউনের সুপারিশ করা হয়। তবে শুধুই কলকাতা না, দেশের আরও ৭৫টি জেলাকে লক ডাউন করার প্রস্তাব দেয় কেন্দ্র।
দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই উঠে আসে এই প্রসঙ্গ। সেই সূত্রেই জানা গিয়েছে, আগামীকাল, অর্থাৎ সোমবার বিকেল থেকে কলকাতা-সহ সমস্ত মিউনিসিপ্যাল শহরকে লক ডাউনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। তবে, সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে বলেই জানানো হয়েছে সরকারি সূত্রে।
তারপরই খবর মিলেছে, লকডাউনের পথে হাঁটছে রাজ্যও। করোনা মোকাবিলায় শুধু কলকাতা নয়, আগামীকাল বিকেল থেকে গোটা রাজ্যের সব মিউনিসিপ্যাল এলাকায় লকডাউনের ঘোষণা করল নবান্ন। কোনও জরুরি পরিষেবা এই লকডাউনের আওতায় থাকছে না। এর আগেই কলকাতায় লকডাউনের পরামর্শ দেয় কেন্দ্র। সেই পরামর্শ মানার পাশাপাশি রাজ্য আরও একটু এগিয়ে গিয়ে গোটা রাজ্যের সব পুরসভা এলাকা এই লকডাউনের আওতায় নিয়ে এল।