করোনার জেরে টোকিয়ো অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার কথা বললেন পিভি সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচন্দ। টোকিয়ো অলিম্পিক্স শুরু হওয়ার কথা ২৪ জুলাই। শেষ ৯ অগস্ট। কিন্তু এই মহামারি এতটাই ছড়িয়ে গিয়েছে যে সারা বিশ্বে দুই লক্ষেরও বেশি সংক্রমিত। মৃতের সংখ্যা আট হাজারেরও বেশি। তবুও আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি) বুধবার জানিয়ে দিয়েছে, সূচি মেনেই অলিম্পিক্স আয়োজনের চেষ্টা করা হবে।
গোপীচন্দের প্রতিক্রিয়া, ‘‘অলিম্পিক্স নিয়ে অনেক প্রশ্ন আছে। ক্রমশ এগিয়ে আসছে উদ্বোধনের তারিখ। আয়োজন করার প্রস্তুতিও নেওয়া শুরু করতে হবে। আইওসি-র উচিত, অবিলম্বে তাদের সিদ্ধান্ত ঘোষণা করা। তা হলে অ্যাথলিটেরাও সেই অনুযায়ী প্রস্তুত হতে পারবে।’’
গোপীচন্দ আরও বলেন, ‘‘বর্তমান পরিস্থিতি খুবই সঙ্কটজনক। প্রত্যেকটি দেশের চিন্তা, কী করে নিজেদের সুরক্ষিত রাখা যায়। একটি দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগ ব্যবস্থাও আগের জায়গায় নেই। সবার মধ্যেই করোনা আতঙ্ক কাজ করছে। এই পরিস্থিতিতে অলিম্পিক্স পিছিয়ে দিলেই ভাল হয়।’’