করোনা ভাইরাসের জেরে যে ভাবে একের পর এক সব খেলাবাতিল হয়ে পড়ছে তা দুঃখজনক বলে জানালেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেন।
এক ক্রিকেট ওয়েবসাইটে স্টেন বলেছেন, “সবকিছুই বন্ধ হয়ে যাচ্ছে। এটা দেখতে খুব খারাপ লাগছে। আমাদের দেশে অনেক সমস্যার মধ্যে খেলাধূলাই সবাইকে একসূত্রে বেঁধে ফেলত। কিন্তু, এখন সেটাও থাকল না। দক্ষিণ আফ্রিকায় আমরা খুঁজি এমন কিছু যা কিনা বড় সংখ্যাক মানুষকে একসূত্রে গেঁথে ফেলতে পারবে। এখন খেলাধূলাই যদি না থাকে, তখন মনে হবেই যে কোথায় পিছনে পড়ে থাকছি? আমার মনে হয় নেলসন ম্যান্ডেলাই প্রথম বলেছিলেন যে খেলাধূলা একসুতোয় গাঁথে মানুষকে। যা কিনা অন্য কোনও কিছুতেই হয় না। এখন সেই খেলাধূলাকেই সরিয়ে নিলে, আমাদের কাছে যে কী পড়ে রইল, তা সত্যিই জানি না।”
স্টেন অবশ্য স্বাস্থ্যবিধি মেনে চলতেই চাইছেন। তিনি সাফ বলেছেন, “সাধারণত, ছুটিতে থাকলে মাছ ধরতে যাই বা সার্ফিং করি। এখন অবশ্য শুধু বাড়িতেই সময় কাটাচ্ছি। বেরতে বারণ করা হয়েছে। আমি প্রোটোকল ভাঙতে চাই না। চাই না এমন কিছু ঘটুক যাতে পাকিস্তানে ক্রিকেট খেলা আবার বন্ধ হয়ে যাক। চাই না বোকার মতো কাজ করতে যাতে কিনা এর দায়ভার আমার ঘাড়েই আসুক।”
পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছিলেন স্টেন। কিন্তু করোনাভাইরাসের জেরে তা বন্ধ হয়ে গিয়েছে সেমিফাইনালের দিনই। পাকিস্তান থেকে তাই দক্ষিণ আফ্রিকায় ফিরতে হয়েছে ডানহাতি পেসারকে।