গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে হয়েছে ১৫ জন। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেই তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো। বৃহস্পতিবার দুপুরে করোনা রুখতে রাজ্যের সমস্ত আধার কার্ড কেন্দ্রগুলি অনির্দিষ্ট কালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই মর্মে জেলায় জেলায় নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছে নবান্ন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা ‘হু’-এর নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় সরকার রাজ্যে রাজ্যে যে নির্দেশিকা পাঠিয়েছে, সেই অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নবান্ন। সমস্ত জেলাশাসক, পুরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি, কর্পোরেশনের মেয়রকে এই নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য সরকার। বলা হয়েছে, দ্রুততার সঙ্গে আধার কার্ড কেন্দ্র বন্ধ করতে হবে।
ইতিমধ্যেই দেশের বেশিরভাগ রাজ্যেই ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলায় স্কুলের ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। বন্ধ করা হয়েছে সুইমিং পুল, স্টেডিয়াম, সিনেমা হলও। এবার সেই তালিকায় যুক্ত হল আধার কার্ড কেন্দ্রও। এদিন বিকেলেই নবান্নে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক থেকে বড় কোনও সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।