রোজগারের আশায় ভিনরাজ্যে পাড়ি দিচ্ছিলেন দক্ষিণ দিনাজপুরের ১৯ জন শ্রমিক। করোনা থাবা এড়াতে শ্রমিকদের ঘরে ফেরাল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। কর্মীদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেওয়ার পর আইএনটিটিইউসি-র সদস্য সায়ন্তন মন্ডল বলেন, শ্রমিকদের করোনা নিয়ে সচেতন করা হয়েছে। তাঁদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় তৃণমূল শ্রমিক সংগঠন সর্বদা সতর্ক বলেও দাবি সদস্যদের।
জানা যায়, বুধবার রাতে (১৮ মার্চ) দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে ১৯ জন শ্রমিক অপেক্ষা করছিলেন। তাঁদের দেখতে পেয়ে সন্দেহ হয় তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যদের। জিজ্ঞাসা করে জানা যায়, গোয়ার উদ্দেশে রওনা দিচ্ছেন ওই শ্রমিকরা। এঁদের মধ্যে ১৪ জন এসেছেন গাজোলের বাবুপুর ও দুর্গাপুর থেকে। ৫ জন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে।
এরপরে ওই শ্রমিকদের নিয়ে আসা হয় বংশীহারি পঞ্চায়েত সমিতিতে। সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলা হয়। জানা যায়, বুনিয়াদপুর বাস স্ট্যান্ড থেকে তাঁরা প্রথমে হাওড়া যেতেন। সেখান থেকেই গোয়ার উদ্দেশে রওনা দিতেন।