করোনা আতঙ্কে কাঁপছে শেয়ার বাজারও। হুড়মুড়িয়ে পড়ছে শেয়ার সূচক। এক ধাক্কায় নেমে যাচ্ছে সেনসেক্স, মুখ থুবড়ে পড়ছে নিফটিও। ফলে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে লগ্নিকারীদের। বুধবারের মতো বৃহস্পতিবার ফের ধস নামল শেয়ার বাজারে। সকালে বাজার খুলতেই ১৭৭৫ পয়েন্ট নেমে গেল সেনসেক্স। বেলা গড়াতে দেখা গেল সেনসেক্সের পতন ১৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে। নিফটির সূচক নামল ৮১০০ পয়েন্টে।
এ দিন সকালে বিএসই সেনসেক্স-এর সূচক ৭২৫ পয়েন্ট অর্থাত্ ২.৫১% পড়ে যায়। সূচক পৌঁছে যায় ২৮,১৪৪-এ। নিফটির সূচক ২০৬ পয়েন্ট অর্থাত্ ২.৪৩% পড়ে পৌঁছে যায় ৮,২৬৩-তে। বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্সের সূচক দিনের সর্বনিম্ন ২৬,৭১৪-এ নেমে যায়। নিফটি নামে ৭,৯০০তে।
সেনসেক্সে এ দিন সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এশিয়ান পেইন্টস ও হিন্দুস্থান ইউনিলিভারের। তাদের স্টক প্রায় ৮.৫৫ শতাংশ পড়ে গিয়েছে। অপরদিকে, নিফটিতে নিফটি পিএসই ব্যাঙ্ক ছাড়া সবাই ক্ষতির মুখ দেখেছে।
বুধবার শেয়ারবাজার খুলতে কিছুটা চড়েছিল সেনসেক্স। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। করোনা আতঙ্ক এখনও যে বাজারকে কাবু করে রেখেছে, তা স্পষ্ট হয়ে গেল সকাল ১০.৩০টার মধ্যেই। ৫২২ পয়েন্ট অর্থাত্ ১.১৭% পড়ল সেনসেক্সের সূচক। সূচক পৌঁছে যায় ৩০,০৫৭-এ। একইরকমভাবে নিফটিও প্রথমে ১৬০ পয়েন্ট চড়ে ফের ১৪৮ পয়েন্ট অর্থাত্ ১.৬৫% পড়ে যায়। সূচক গিয়ে পৌঁছয় ৮,৮১৯-এ।
প্রসঙ্গত, মারণ ভাইরাসে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ২ লাখ মানুষ আক্রান্ত। ছড়িয়েছে ১৬৪ দেশে। প্রাণ গিয়েছে ৮,৫০০-রও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭০। মারা গিয়েছেন ৩ জন।