যেমনটা মনে করা হয়েছিল, হলও তাই। হ্যাঁ, অবশেষে প্রত্যাশা মতোই রাজ্যসভার পাঁচ আসনে বিনা ভোটাভুটিতে নির্বাচিত হলেন প্রার্থীরা। তৃণমূলের সুব্রত বক্সি, অর্পিতা ঘোষ, দীনেশ ত্রিবেদী, মৌসম নুর এবং সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। আর তারপরই বুধবার বাংলা থেকে নির্বাচিত সেই পাঁচ সাংসদের হাতে সার্টিফিকেট তুলে দিলেন নির্বাচন কমিশন নিযুক্ত রিটার্নিং অফিসার তথা বিধানসভার সচিব অভিজিৎ সোম।
গতকাল দুপুরে তৃণমূলের চার প্রার্থীর সঙ্গে দলের একঝাঁক নেতা-মন্ত্রী বিধানসভায় হাজির হন। ঘটনাচক্রে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি নিজেই রাজ্যসভার প্রার্থী। তৃণমূলের মৌসম ও নির্দল দীনেশ বাজাজের মনোনয়ন নিয়ে যে বিতর্ক হয়েছিল, মঙ্গলবার তার নিরসন হয়। দীনেশের মনোনয়ন খারিজ হওয়ায় বাংলা থেকে শূন্য হওয়া পাঁচ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফয়সালা হয়। মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় পার হতেই রিটার্নিং অফিসার প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন।
প্রথমে তৃণমূলের চারজন একসঙ্গে সার্টিফিকেট নেন। সেখানে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপ-মুখ্য সচেতক সমীর চক্রবর্তী প্রমুখ হাজির ছিলেন। বিকাশের সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী, অসিত মিত্র, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভায় পাঠানো নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।
রাজ্যসভা ভোটে বিজয়ীর সার্টিফিকেট হাতে নিয়ে কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন বলেন, বিচারবিভাগ, আইনসভা আর প্রশাসনের সমন্বয়ের মধ্যে দিয়েই গণতন্ত্র শক্তিশালী হয়। কিন্তু বিচারপতি পদ থেকে অবসর নিয়েই যেভাবে রাজ্যসভায় শাসকের প্রতিনিধি হিসেবে জায়গা পেতে চলেছেন, তাতে বিচারব্যবস্থা নিয়ে মানুষের মনে সংশয় জাগতেই পারে। তাঁর সাফ কথা, যেভাবে অবসরের পরেই শাসকদলের প্রস্তাব গ্রহণ করেছেন, তাতে তিনি নিজেকেই অসম্মানিত করেছেন।
তাঁর মনোনয়ন নিয়ে দু’দিন ধরে টানাপোড়েনের পর মঙ্গলবার বিকেলে স্বস্তি পান মৌসম। লোকসভায় কংগ্রেসের প্রাক্তন সাংসদ মৌসম বলেন, তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁর জেলা মালদহের সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি তাঁকে রাজ্যসভার সদস্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি তাঁর কাছে কৃতজ্ঞ। রাজ্যসভার অধিবেশনের বাইরে তিনি সংগঠনের কাজেই বেশি মনোযোগ দেবেন বলে জানান মৌসম।