বল-বিকৃতি কাণ্ডের পরে অস্ট্রেলিয়া দলকে নিয়ে ‘দ্য টেস্ট’ বলে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে। সদ্য সম্প্রচারিত সেই তথ্যচিত্রের একটি পর্বে অস্ট্রেলীয় কোচ জাস্টিন ল্যাঙ্গার নিজের মনোভাব পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, কোহলির আগ্রাসী উৎসব দেখে তাঁর নিজেকে পাঞ্চিং ব্যাগ বলে মনে হচ্ছিল। বছর দুয়েক আগে, অস্ট্রেলিয়ার মাটিতে কোহালির নেতৃত্বে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। ওই সিরিজে নিজেদের ভাবমূর্তি ফেরানোর জন্য ভারত অধিনায়কের সঙ্গে কোনও বাগ্যুদ্ধে যেতে চায়নি অস্ট্রেলিয়া বলে দেখানো হয়েছে এই তথ্যচিত্রে।
ল্যাঙ্গার বলেছেন, ‘‘আমার এখনও সেই দিনের কথা মনে আছে। আমরা পাল্টা কিছু বলতে পারছিলাম না। মনে হচ্ছিল, আমাদের হাত পিছমোড়া করে বাঁধা। তাই সব কিছু সহ্য করতে হচ্ছিল। নিজেকে মনে হচ্ছিল একটা পাঞ্চিং ব্যাগ।’’
বিরাট কোহালির আগ্রাসন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কেউ তাঁর সমালোচনা করেছেন। আবার অনেকেই ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন।
পার্থ টেস্টে পেন ব্যাট করতে নামার সময় স্টাম্প মাইক্রোফোনে কোহালিকে বলতে শোনা গিয়েছিল, ‘‘ও ঝামেলায় পড়লেই আমরা ২-০ এগিয়ে যাব। তখন কে কথা বলবে।’’ যার জবাবে পেন বলেছিলেন, ‘‘তার আগে তোমাদের ব্যাট করতে হবে।’’ সেই সিরিজের ছবিই আবার ফিরে এল এই তথ্যচিত্রে।
তবে দেখা গিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটাররাও পাল্টা স্লেজ করেছেন। এবং, এর পিছনে কোচেরও সমর্থন ছিল। ল্যাঙ্গারও জানিয়েছেন, দলের ক্রিকেটারদের তিনি স্লেজ করার কথা বলেছিলেন। কিন্তু সতর্ক করে দিয়েছিলেন, সীমা না পেরোতে, অভব্যতা না করতে। ল্যাঙ্গারের মন্তব্য, ‘‘আমি বলে দিয়েছিলাম, কখনওই অভব্যতা না করতে। বিরাটের সঙ্গে অভব্যতা করার কোনও জায়গা ছিল না। সেটা না করেও পাল্টা জবাব দেওয়ার রাস্তা থাকে।’’
দেখা গিয়েছিল ভারতীয়দের পাল্টা স্লেজ করা শুরু করেন অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেন। ঋষভ পন্থকে ‘বেবি সিটার’ বলে বিদ্রুপ করেছিলেন তিনি। পার্থ টেস্টের চতুর্থ দিনে কোহালির সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন পেন। যা নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন, ‘‘মনে হয়েছিল, এ বার পাল্টা কিছু বলা উচিত আমার। নিজেকে বলেছিলাম, ‘আমি তো অধিনায়ক। এ বার আমাকে এর জবাব দিতে হবে। বিরাটকে বোঝাতে হবে, আমরাও লড়াই করতে এসেছি।’ তাই রুখে দাঁড়াই।’’