বিদেশ প্রতিমন্ত্রী, প্রাক্তন রেলমন্ত্রীর পর এবার সেল্ফ কোয়ারেন্টাইনে গেলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী। বুধবার থেকে আগামী ১৪ দিন তিনি পৃথক থাকবেন। তাঁর স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি এদিন বিশ্ববিদ্যালয়ে যাননি। পরে জানা গিয়েছে, তিনিও সেল্ফ কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
কলকাতায় তথা রাজ্যে একমাত্র করোনা আক্রান্ত এখন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। ভর্তি রয়েছেন তাঁর মা, বাবা ও গাড়ির চালক। আক্রান্তের মা আবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পদস্থ আমলা। সেই আমলার সঙ্গে সোমবার দীর্ঘক্ষণ বৈঠক করেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ওই আমলার শরীরে করোনাভাইরাস থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লালারস নাইসেডে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এমন পরিস্থিতিতেই আলাপন বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন বলে জানা গিয়েছে। আলাপনবাবুর স্ত্রী সোনালিদেবীও একই সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন।
রাজ্যের প্রথম করোনাভাইরাস আক্রান্ত তরুণ গত রবিবার লন্ডন থেকে কলকাতায় ফেরেন। আর মঙ্গলবার সন্ধ্যায় তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। মাঝে সোমবার দিনভর তাঁর মা নবান্নে ছিলেন। অফিসের কর্মীরাও সোমবার ওই পদস্থ আমলার সংস্পর্শে এসেছেন। সেই কারণেই প্রথম দফায় ওই আমলার অফিসের কয়েক জন কর্মীকে আপাতত গৃহ-পর্যবেক্ষণে থাকতে বলা হতে পারে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ থেকে দেখা হচ্ছে ওই আমলা আর কার কার সংস্পর্শে এসেছিলেন। তাদেরকেও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হতে পারে।
ইতিমধ্যেই নবান্নে ওই আমলার ঘর সিল করে দেওয়া হয়েছে। তাঁর দফতর ছিল মহাকরণেও। সেই কেবিনও সিল করে দিয়েছে স্বাস্থ্য দফতর। সেখানেও আশপাশের কর্মী, অফিসারদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।