স্কুলে চলছিল নার্সারি শ্রেণীর শিশুদের আঁকা। আর সেই পরীক্ষায় বিজেপির প্রতীকে রং করতে দিয়ে বিতর্কের মুখে কলকাতার এক বেসরকারি স্কুল। স্কুল কর্তৃপক্ষের এই ধরণের আচরণ তাঁদেরকে অভিভাবকদের প্রশ্নের মুখে দাঁড় করায়। ঘটনাটি ঘটেছে কলকাতার বড়বাজার এলাকার একটি স্কুলে।
কলকাতার বড়বাজারে অবস্থিত রাজস্থান বিদ্যামন্দির স্কুল। আজ স্কুল কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের বার্ষিক পরীক্ষার ফলপ্রকাশ হয়। তাই অভিভাবকদের নির্দেশ দেওয়া হয় পড়ুয়াদের সঙ্গে নিয়ে স্কুলে আসতে। তবে স্কুলে গিয়ে নার্সারির শিশুদের আঁকার খাতা দেখেই অভিভাবকদের মধ্যে ক্ষোভ বাড়ে। কারণ, নার্সারির শিশুদের খাতায় বিজেপির প্রতীকের পদ্মফুল এঁকে তাতে তাঁদের রং করতে বলা হয়। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শিশু মনের পরোক্ষ প্রভাব ফেলার ও অভিভাবকদের পরোক্ষে বিজেপি অনুরাগী করার চেষ্টার অভিযোগ জানায়।
অভিভাবকদের কথায়, ‘বাচ্চাদের আঁকা শেখানোর প্রয়োজন হলে তাঁদের যেকোনও রকমভাবেই পদ্মফুল আঁকানো যেতে পারত। কিন্তু বিজেপির প্রতীকের আকারে এই পদ্মফুল এঁকে তাঁদের রং করতে বলায় শিশুমনের ওপর চাপ পড়তে পারে। এতে আমাদের মনে হচ্ছে, তাঁরা এখন থেকেই জোর করে শিশুদের বিজেপির প্রতীকের সঙ্গে পরিচিত করাতে চাইছেন।’
আইসিএসই বোর্ডের এই স্কুল কর্তৃপক্ষ অবাঙালি। এলাকায় বিজেপির প্রভাব আছে। স্থানীয়একটি অংশের অনুমান,স্কুলটিকে সঠিকভাবে পরিচালনার জন্য কর্তৃপক্ষ বিজেপিকে সমর্থন করে। তবে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শিশুদের ছবি আঁকার বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
তবে এখানেই শেষ নয়, অভিভাবকদের অভিযোগ বিশ্বব্যাপী করোনা মহামারির আকার ধারণ করায় যেখানে সরকার প্রতিটি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ছুটি রাখার সিদ্ধান্ত ঘোষণা করে। সেখান এই স্কুল কি করে শিশুদের ফলপ্রকাশের জন্য স্কুলে আসতে নির্দেশ দেয়? ফলপ্রকাশ করতে হলে সেটা তাঁরা অনলাইনের সাহায্যে বা অন্য উপায়েও করতে পারত।