করোনা আতঙ্কে কার্যত কাঁটা হয়ে রয়েছে গোটা বিশ্ব। দিন কয়েক আগে থেকেই বাড়ি থেকে কাজের সুবিধে দিয়েছে দেশ এবং রাজ্যের বেশ কিছু সংস্থা। রাজ্য সরকারের নির্দেশে ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কাজেই বাড়ি থেকে কর্মস্থলে সাধারণ মানুষের যাতাযাত কমেছে অনেকটাই। আর এর প্রভাব পড়েছে মেট্রোতেও। এক ধাক্কায় কমে গেছে মেট্রোর যাত্রী সংখ্যা।
করোনা আতঙ্ক এবার পাতালেও। রাতারাতি প্রায় দেড় লক্ষ যাত্রী সংখ্যা কমল কলকাতা মেট্রোয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন মেট্রোয় গড় যাত্রী সংখ্যা থাকে ৭ লক্ষ। তবে এবার এক ধাক্কায় কমে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩২ হাজার। অন্যান্য দিনের তুলনায় গতকাল অনেকটাই ভিড় কম ছিল। শতাংশের নিরিখে যা ২০ শতাংশেরও বেশি। আজ যাত্রী সংখ্যা আরও কমতে পারে বলেই আশঙ্কা মেট্রো কর্তৃপক্ষের।
উত্তর-দক্ষিণ মেট্রোয় প্রতিদিন প্রায় সাড়ে ছ’লক্ষ যাত্রী যাতায়াত করেন। তুলনায় ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী-সংখ্যা এখনও অনেক কম। দুই মেট্রোতেই ট্রেনের কামরা জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে। নোয়াপাড়া ডিপোয় মেট্রোর কামরায় জীবাণুনাশক ছড়ানোর পাশাপাশি কামরার হাতল, আসন, দরজার প্রান্ত-সহ যে সব জায়গায় যাত্রীদের হাত রাখার প্রবণতা বেশি, তা পরিষ্কার করা হচ্ছে।
দেখা গিয়েছে, মেট্রো স্টেশনগুলিতে যাত্রীদের বসার আসন, এসক্যালেটরের হাতল পরিষ্কার করছেন মেট্রোকর্মীরা। সাবান জল এবং জীবাণুনাশক দিয়ে ধোয়া হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বিভিন্ন স্টেশনে সিঁড়ির হাতলও। যাত্রীদের সচেতন করতে নাগাড়ে প্রচার চালাচ্ছেন কর্তৃপক্ষ। স্টেশনের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে পোস্টার এবং ব্যানার। সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে মেট্রোর কর্মীদেরও।