বেনজির সিদ্ধান্তে ব্যাপক বিতর্ক। ২০১৯ সালে দিল্লী বিশ্ববিদ্যালয়ে সাভারকরের মূর্তি বসানো নিয়ে তুমুল ঝামেলা হয়েছিল। কিন্তু তা থেকে শিক্ষা নেওয়া হয়নি। এবার আরও একটি শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের ঘটনা ঘটতে দেখা গেল। আর তা ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের রাস্তার নামকরণ করা হয়েছে হিন্দুত্ববাদী ব্যক্তিত্ব বিনায়ক দামোদর সাভারকরের নামে। এই ঘটনায় রে রে করে উঠেছে জেএনইউয়ের ছাত্র সংগঠন।
জেএনইউয়ের বাম পরিচালিত ছাত্র সংগঠন এই পদক্ষেপকে, জেএনইউয়ের উত্তরাধিকারের লজ্জা বলে জানিয়েছে। এই প্রসঙ্গে জেএনইউএসইউ ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই ব্যক্তির নাম যোগ করায় জেএনইউয়ের উত্তরাধিকারের কাছে লজ্জার বিষয়। এই বিশ্ববিদ্যালয়ে কোনওদিন সাভারকর ও তাঁর অনুগতরা জায়গা পায়নি এবং ভবিষ্যতেও পাবে না।’
জেএনইউ ছাত্র সংগঠনের সহ সভাপতি সাকেত মুন জানান, এই রাস্তার আগে কোনও নাম ছিল না। কিন্তু হঠাৎ করেই দেখা যাচ্ছে রাস্তার নাম রাখা হয়েছে ভি ডি সাভারকর মার্গ। যদিও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রমোদ কুমারের দাবি, ২০১৯ সালের ১৩ নভেম্বর এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে রাস্তার নামকরণ সাভারকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।