করোনার সংক্রমণ এড়াতে আগেই ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ বন্ধের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর এবার করোনা ভাইরাস সতর্কতায় বন্ধ হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। আগামীকাল শেষ অধিবেশন বসবে। বুধবার থেকে ২৬ মার্চ পর্যন্ত বিধানসভার অধিবেশন বন্ধ থাকবে। এদিন সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, শুক্রবার অধিবেশন শুরু হয়েছিল বিধানসভায়। ওইদিনই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একাধিক নিষেধাজ্ঞার কথা জানিয়েছিলেন। অধিবেশনে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এমনিতে অধিবেশন চললে বহু স্কুল কলেজের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ অধিবেশন দেখতে আসেন। করোনার প্রকোপের কারণে এই অধিবেশনে সেই অনুমতি মিলবে না বলে সাফ জানিয়ে দেন অধ্যক্ষ।
কয়েকদিন আগেই ইউক্রেনের একটি প্রতিনিধি দল রাজ্য বিধানসভায় এসেছিল। এই অধিবেশন চলাকালীন বিদেশি প্রতিনিধিদের বিধানসভায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল শুক্রবার। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিধানসভায় ঢোকার ক্ষেত্রেও বিধি আরোপ করেন অধ্যক্ষ। জানিয়ে দেন, একটি প্রতিষ্ঠানের দু’জনের বেশি সাংবাদিককে বিধানসভায় ঢুকতে পারবেন না। তবে এদিন ঠিক হয়েছে, করোনা ঠেকাতে অধিবেশনই মুলতুবি রাখা হবে।
এদিকে করোনা প্রতিরোধে সায়েন্স সিটি, জাদুঘর-সহ বিভিন্ন দর্শনীয় স্থানের পর এ বার বন্ধ হয়ে গেল জাতীয় গ্রন্থাগারও। সাধারণত ২৬ জানুয়ারি, ১৫ অগস্ট ও ২ অক্টোবর – এই তিনদিন বন্ধ থাকে ন্যাশনাল লাইব্রেরি।