করোনা আতঙ্কে এমনিতেই জেরবার ভারত। এরমধ্যেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলল সন্ত্রাসবাদীদের গুলির লড়াই। যেখানে সেনার গুলিতে মৃত্যু হয় চার জঙ্গীর। গতকাল রাতে এই এনকাউন্টার হয় বলে জানা গিয়েছে। তবে, এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি বলে খবর মিলেছে।
সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের দিয়ালগামে কয়েকজন সন্ত্রাসবাদীর আত্মগোপন করে থাকার খবর গোপন সূত্রে পায় নিরাপত্তা বাহিনী। তারপরই চারদিক ঘিরে ফেলে ভারতীয় সেনা। সন্ত্রাসবাদীরা গুলি চালালে সাথে সাথে তার গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। বাহিনীর গুলিতে চার সন্ত্রাসবাদী নিহত হয়।
ওই এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কিনা, তা জানতে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে বাহিনী। তবে, মৃত ওই মৃত চার সন্ত্রাসবাদী কোন সদস্যের তা এখনও পর্যন্ত জানা যায় নি। কারণ, এখনও অবধি কোনো জঙ্গী সংগঠন এই ঘটনার দায় স্বীকার করে নি।