মধ্যপ্রদেশে কুর্সি দখল ঘিরে শুরু হল জোর তরজা। আর এবার সেই ইস্যুতেই সেখানে আস্থা ভোটের নির্দেশ দিলেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। শনিবার রাতেই কমলনাথ সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেন তিনি। এই বিষয়টি নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে দেশের রাজনৈতিক মহলে।
যেখানে করোনা ভাইরাসের কারণে একাধিক অনুষ্ঠান বাতিল হচ্ছে, সেখানে এই রকম পরিস্থিতিতে এত তাড়াহুড়োর কী ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। সোমবার থেকেই বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। রাজ্যপাল জানিয়েছেন, তাঁর ভাষণের পরেই আস্থা ভোট হবে। সম্পূর্ণ প্রক্রিয়া স্বাধীন ও পেশাদারকে দিয়ে ভিডিও করা হবে। ওই দিন সভায় আর কোনও কাজ হবে না বলেও জানিয়েছেন রাজ্যপাল।
প্রসঙ্গত, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ত্যাগের পর থেকেই বেসামাল কমল নাথ সরকার। ২২ জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়েছেন। বিজেপির দাবি, ২২ জন বিধায়কের ইস্তফার জেরে সংখ্যালঘু হয়ে পড়েছে কমল নাথ সরকার। সূত্রের খবর, আগামী সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু। তবে বিরোধী দলের দাবি, তার আগে রবিবারই আস্থা ভোট করা হোক। বাজেট অধিবেশনের আগেই সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুক, এমনটাই দাবি করেছে গেরুয়াশিবির।