আরজি কর হাসপাতালে আগুন। জরুরি বিভাগে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৪টি আগুন। আনা হচ্ছে আরও ইঞ্জিন। রোগীদের অন্যত্র সরানো হচ্ছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালে পৌঁছেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম-এর একটি দল।
এদিন বিকেল তিনটে নাগাদ অবজারভেশন ওয়ার্ডের বাইরের দিকে আগুন দেখা যায়। সেখানে প্লাস্টিক সেডের উপরে গ্রিলের ওয়েল্ডিং-এর কাজ হচ্ছিল সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ে। প্লাস্টিক ফেটে আগুন লাগে এবং ধোঁয়া তৈরি হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত প্রায় জনা চল্লিশেক রোগীকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ক্যাসুয়ালটি ব্লকের অবজারভেশন ওয়ার্ড থেকে। কিছুক্ষণের মধ্যে অবশ্য তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়। আগুনের ফুলকি থেকেই এই আতঙ্ক বলে জানিয়েছে পুলিশ এবং দমকল।
আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানিয়েছে দমকল দফতর। জানা গিয়েছে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ৪০ জন ভর্তি ছিল। তাদের সরিয়ে নেওয়া হয় সঙ্গে সঙ্গেই।