সারা বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। ভারতেই এই আতঙ্ক ছড়িয়েছে। করোনাকে মহামারী ঘোষণা করেছে ‘হু’।এই পরিস্থিতিতে দেশের সমস্ত বিমা সংস্থাকে নোটিস পাঠাল ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএ)।
নির্দেশিকায় বলা হয়েছে, যাঁদের বিমা করা রয়েছে তাঁদের মধ্যে যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে তাঁর খরচ বিমা সংস্থাকে বহন করতে হবে। গত ৪ মার্চ জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ওই দিন থেকেই তা কার্যকর করতে হবে।
অর্থাৎ যাঁদের মেডিক্লেম রয়েছে, তাঁদের মধ্যে কেউ যদি করোনায় আক্রান্ত হন, তাহলে তাঁরা বিমা সংস্থার কভারেজ পাবেন। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, কেউ যদি হাসপাতালে ভর্তি হওয়ার আগে কোয়ারেন্টাইনে থাকেন তাহলে সেই খরচও বহন করতে হবে বিমা সংস্থাগুলিকে। এতদিন পর্যন্ত বিমা সংস্থাগুলি যে যে রোগের জন্য কভারেজ দিত সেই তালিকায় করোনা ছিল না। উদ্ভুত পরিস্থিতিতে তাই যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইআরডিএ।