করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের জেরে আইপিএল নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। গত কয়েক দিনে বিশ্বজুড়ে বেশ কিছু টুর্নামেন্ট বাতিল হয়েছে এই করোনা ভাইরাসের জন্যই। আবার বেশ কিছু খেলা হচ্ছে পুরোপুরি দর্শকশূন্য মাঠে। ফলে, আইপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
এই আবহে শনিবার বসছে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেখানেই আলোচনা হবে আইপিএলের ১৩ নম্বর সংস্করণের ভবিষ্যৎ নিয়ে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ থাকবেন এই বৈঠকে। মুম্বইয়ে হতে চলা এই বৈঠকে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেলও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল এই বছরের আইপিএলের। যা চলার কথা ছিল ২৪ মে পর্যন্ত। কিন্তু, সরকারের তরফে বিদেশিদের ভিসা বাতিল হয়েছে ইতিমধ্যেই। মহারাষ্ট্র সরকার আইপিএলের টিকিট বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করেছেন। জয়পুর, নয়া দিল্লী, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু সহ অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে। যেই কারণে গ্যালারিতে দর্শকদের উপস্থিতি আরও বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করা হচ্ছে।