বুধবার বিধানসভায় নিজের ঘরে বসে মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দলবদল নিয়ে সরব হলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তিনি জানালেন, “প্রতি মুহূর্তে গণতন্ত্র ধ্বংস করছে বিজেপি”।
এদিন পার্থ বলেন, “বিজেপি প্রতি মুহূর্তে গণতন্ত্র ধ্বংস করছে। অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে। এদের একটাই কাজ, দ্বিখণ্ডিত করা”। তিনি আরও বলেন, “বিজেপি–র একটাই কাজ, মমতাকে আক্রমণ করা। কংগ্রেস, সিপিএমের কোনও অস্তিত্ব নেই। দিল্লিতে ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। বাংলায় লড়াই করছে মমতার বিরুদ্ধে। বিজেপি যে সব অভিযোগ করছে, সে সবের কোনও গুরুত্ব নেই। দেখুন, ওদের কোনও কোনও নেতা গোপনে যোগাযোগ রাখছেন কি না?”
পার্থ জানান, “লোকসভা নির্বাচনের সময় মমতা বলেছিলেন আসুন সবাই মিলে বিজেপি–র বিরুদ্ধে লড়াইয়ে নামি। সেই সময় তাঁর আবেদনে সাড়া না দিয়ে নিজেরাই নেমে পড়লেন। একসঙ্গে লড়াই করলে মধ্যপ্রদেশের ঘটনা ঘটত না।”