বিগত কয়েকদিনে ভারতে মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন অনেকে। শেষ পাওয়া খবর, করোনার জেরে ভারতে আক্রান্তের সংখ্যা ৬০। যদিও এখনও কোনও মৃত্যুর খবর নেই এই ভাইরাসের জেরে। কিন্তু সাম্প্রতি প্রকাশ্যে আসা এক খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল ভারতে।
সৌদি থেকে সদ্য ভারতে আসা এক ব্যক্তির মৃত্যু হয়েছে কর্ণাটকে। ৭৬ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুতে অনুমান করা হচ্ছে, তাঁর মৃত্যুর কারণ করোনা ভাইরাস। সরকারি ভাবে কোনো রিপোর্ট না দিয়েও এই বিষয়ে জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর, সৌদি আরব থেকে গত ২৯ ফেব্রুয়ারি ভারতে ফিরেছিলেন মহম্মদ হুসেন সিদ্দিকি নামে ওই ব্যক্তি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ি ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। করোনার প্রাথমিক লক্ষণের জেরে গুলবার্গ ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সে তাঁর কফ পরীক্ষার জন্য পাঠানো হয়। দ্রুত তাঁকে ভর্তি করা হয় হায়দরাবাদের একটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
কিন্তু করোনা ভাইরাসের জেরেই যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। কারণ, যতক্ষণ না রিপোর্ট হাতে আসছে ততক্ষণ কিছু বলা যাবে না। কিন্তু এই মৃত ব্যক্তির রিপোর্ট পজিটিভ হলে, ইনিই প্রথম ভারতের করোনার জেরে মৃত ব্যক্তি হবেন।