এসএসকেএমেও এবার থেকে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হবে। এই প্রথম রাজ্যের কোনও হাসপাতালে শুরু হবে করোনার নমুনা পরীক্ষার কাজ। করোনার নমুনা পরীক্ষার জন্য ছাড়পত্র পেল কলকাতার এসএসকেএম। বেলেঘাটা আইডির পর এবার কলকাতার এসএসকেএম হাসপাতালেও করোনা ভাইরাস পরীক্ষা করা হবে।
সূত্রের খবর, এ জন্য কয়েকদিন আগে এসএসকেএমের মাইক্রো বায়োলজি বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখে স্বাস্থ্যমন্ত্রক। এরপরই নমুনা পরীক্ষার জন্য ছাড়পত্র পায় এসএসকেএম। অন্যদিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি দু’জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দিয়েছে নাইসেড। রিপোর্টে করোনা সংক্রমণ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার পরামর্শও তিনি দিয়েছিলেন। পাশাপাশি জেলা হাসপাতালগুলিকে পরিকাঠামো তৈরি-সহ প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
সেইমতো পশ্চিম মেদিনীপুর জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজেও প্রস্ততি সারা। এবার কলকাতার বুকে এসএসকেএম হাসপাতাল করোনার নির্ণায়ক পরীক্ষার জন্য ছাড়পত্র পেয়ে গেল। কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি প্রয়োজনে সন্দেহভাজনদের আইসোলেশনে পর্যবেক্ষণে রাখার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও তৈরি।