দোলের পরই সুখবর। দাম কমল পেট্রোল ও ডিজেলের। দিল্লীতে পেট্রোলের দাম কমেছে ২.৬৯ টাকা। ডিজেলের দাম কমেছে ২.৩৩ টাকা। তেলের দাম কমেছে কলকাতাতেও। বুধবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ৭২.৯৮ টাকা ও ডিজেলের দাম লিটার পিছু ৬৫.৩৪ টাকা হয়েছে।
মঙ্গলবার দিল্লীতে পেট্রোলের দাম ছিল প্রতি লিটার ৭২.৯৮ টাকা। বুধবার তা কমে গিয়ে হয়েছে প্রতি লিটার ৭০.২৯ টাকা। আর ডিজেলের দাম যেখানে ছিল লিটারপিছু ৬৫.৩৪ টাকা, তাও কমে গিয়েছে। বুধবার রাজধানীতে ডিজেলের দাম হয়েছে ৬৩.০১ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরুতে বুধবার এক লিটার পেট্রোল ৭২.৭০ ও ডিজেল ৬৫.১৬ টাকায় বিকোচ্ছে। চেন্নাইয়ে ডিজেলের দাম ৬৬.৪৮ টাকা ও পেট্রোলের দাম ৭৩.০২ টাকা। অপেক্ষাকৃত মুম্বইয়ে দাম বেশি জ্বালানি তেলের। এখানে লিটারপিছু পেট্রোলের দাম ৭৫.৯৯ ও ডিজেলের দাম ৬৫.৯৭ টাকা।
বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় তার প্রভাব পড়েছে অর্থনীতির উপরেও। করোনার প্রভাবে ডলারের তুলনায় পড়েছে টাকার দাম। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দামও পড়েছে। আর তার ফলেই ভারতেও পেট্রল ও ডিজেলের দাম কমেছে।