দেশি গরুর দুধে সোনা পাওয়া যায়। মাস কয়েক আগে এহেন মন্তব্য করে দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার করোনা ভাইরাস নিয়ে যখন সারা বিশ্বের মতো ভারতও আতঙ্কে কাঁপছে, তখন ফের আজব তত্ত্ব নিয়ে হাজির হলেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই এ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬। এহেন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের একটি পুজো ও মেলায় উপস্থিত হয়ে দিলীপ বললেন, ‘মায়ের প্রসাদ খেলেই করোনা হবে না।’
এদিন খোলা জনসভায় তিনি বলেন, ‘বিদেশে করোনা আতঙ্কে ঘরবন্দি কোটি কোটি মানুষ। যাঁরা চাঁদ সূর্যে পৌঁছে যাচ্ছেন, তাঁরাও ঘরের বাইরে বেরোচ্ছেন না। আর আমাদের দেখুন, আমরা একসঙ্গে মায়ের প্রসাদ খাচ্ছি। একদম চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। আমাদের সাথে মায়ের আশীর্বাদ সর্বক্ষণ আছে।’
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে আমজনতাকে প্রয়োজনীয় সুরক্ষা নেওয়ার বিষয়ে আবেদন জানিয়েছেন, সেখানে তাঁরই দলের রাজ্য সভাপতির এহেন মন্তব্যে নতুন করে বিড়ম্বনায় পড়েছে গেরুয়া শিবির।