বাংলায় এখন পুরভোটের আমেজ। পুরভোটের কথা ঘোষণা হতেই শুরু হয়ে গেছে বাংলার মাটিতে গেরুয়া সন্ত্রাস। যে সন্ত্রাসের জেরে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ। তৃণমূলের ৪ নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
সূত্রের খবর, আজ সকালে বিজেপি নেতা উত্তম পাত্র ও কিংকর মহাপাত্র দলবল নিয়ে তৃণমূল কর্মীদের ওপর হামলা করেন। গুরুতর আহত হন তৃণমূল কর্মী বিশ্বজিৎ সরখেল, আশিস সাঁতরা, এবং দেবব্রত ঘোষ। বিজেপির হামলাকারীদের দ্বারা আহত হন পঞ্চায়েত প্রধান সঞ্জিত অধিকারীও।
তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিজেপির মণ্ডল কমিটির সভাপতি কিঙ্কর পালকে গ্রেফতার করেছে পুলিস। উল্লেখ্য, এখনও পুরভোটের দিনক্ষণ ঘোষমা হয়নি। যদিও শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর প্রশাসন, যদিও সেসব তোয়াক্কা না করেই বিক্ষিপ্ত অশান্তির ছবি চোখে পড়তে শুরু করেছে ইতিমধ্যেই।