বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়, জরুরিকালীন স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা, উচ্চশিক্ষা, বিয়ে ও কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া এবার থেকে আর ৫০ হাজার টাকার বেশি তোলা যাবে না ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে। আর তারপর থেকেই উদ্বেগে ঘুম ছুটেছে আমানতকারীদের। নোটবন্দীর সময়ের মতই লাইন পড়েছে ইয়েস ব্যাঙ্কের এটিএমগুলির বাইরে। তবে এবার কিছুটা স্বস্তি ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের। মঙ্গলবার সকালে ইয়েস ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকেরা এনইএফটি ও আইএমপিএস-এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। এছাড়াও, কোনও বিল জমা দেওয়া এবং ঋণ শোধও করতে পারবেন গ্রাহকেরা। তবে তা সবই একটা সীমার মধ্যে।
স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের ফলে কিছুটা হলেই স্বস্তি ফিরেছে গ্রাহকদের মধ্যে। কারণ, ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক আগামী ৩ এপ্রিল পর্যন্ত গ্রাহকদের ৫০ হাজার টাকার বেশি টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে আমজনতার মনে। তবে গত সোমবারই স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার জানিয়েছেন, চিন্তার কিছু নেই, খুব শীঘ্রই এই টাকা তোলার উধর্বসীমা বাড়িয়ে দেওয়া হবে। ফলে গ্রাহকদের সমস্যা কমবে। কিন্তু আপাতত কিছুদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তারপরেই তা তুলে নেওয়া হবে।