আসামে সম্প্রতি করোনা ভাইরাস সন্দেহে ৪০০ জনকে কোয়ারান্টাইন করা হয়েছে। আর তারপরই এই অসুখকে ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলিও। প্রচণ্ড ছোঁয়াচে এই ভাইরাসকে ঠেকাতে মায়ানমারের সঙ্গে সীমান্ত সিল করে দিল মণিপুর। সূত্রের খবর, এই একই পথে হাঁটতে চলেছে পড়শি রাজ্য মিজোরামও।
জানা গেছে, নোভেল করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে মায়ানমার থেকে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার প্রতিটি পয়েন্ট বন্ধ করেছে মণিপুর সরকার। বর্ডার চেকপয়েন্ট পেরিয়ে বিদেশিদের প্রবেশের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য মণিপুরের মোহেতে আন্তর্জাতিক সীমান্তের গেট বন্ধ করা হয়েছে।
মণিপুরের পাশাপাশি মায়ানমার ও বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মিজোরামও। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যও বিদেশিদের সেখানে প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে। করোনা ভাইরাস ঠেকাতে রবিবার থেকেই সংরক্ষিত এলাকায় যাওয়ার পারমিট বিদেশিদের দেওয়া বন্ধ করেছে অরুণাচল প্রদেশও।