দোলের দিন ট্রেন লক্ষ্য করে ঢিল পাথর ছোড়ার নজিরও অনেক আছে কিন্তু এবার যা ঘটল তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পার্কসার্কাসে ট্রেনের মহিলা কামরা লক্ষ করে প্লাস্টিকের প্যাকেট ভর্তি প্রস্রাব ছোড়ার অভিযোগ উঠল। আর তা লাগল কামরায় বসে থাকা মহিলা সাংবাদিকের গায়ে। দোলের রাতে এমনই অভব্যতার শিকার হয়েছেন অদিতি দে নামে এক তরুণী।
সোমবার ৭.৪৫ নাগাদ অফিস থেকে ফেরার সময়ে শিয়ালদহ থেকে ডায়মন্ডহারবারগামী লোকাল ধরেন সোনারপুরের বাসিন্দা অদিতি৷ এরপরেই ঘটে এই অভব্য ঘটনা। অতিদি ফেসবুকের সেই পোস্টে লিখেছেন, “পার্ক সার্কাস থেকে ট্রেন ছাড়ার মুহূর্তে হঠাৎ একদল লোক চলন্ত ট্রেনের জানলা লক্ষ্য করে মূত্রবন্দি প্য়াকেট এবং ঢিল ছুঁড়ে দেয়। একটুর জন্যে ছোড়া ঢিলের হাত থেকে বেঁচে গেছি।”
ঘটনায় কার্যত বিস্মিত অদিতি। পার্ক সার্কাসে এ নিত্য দিনের ঘটনা। বাকি যাত্রীরাও নিত্যদিনের এই সমস্যার জন্য অভিযোগ করছেন। প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়েও।