এই মুহূর্তে গোটা বিশ্বজুড়েই আতঙ্কের নাম করোনা। এই মারণ ভাইরাসের তাণ্ডবে চীন-সহ বিভিন্ন দেশেই অব্যাহত মৃত্যুমিছিল। সম্প্রতি ভারতেও হানা দিয়েছে এই মৃত্যুদূত। যা রুখতে এখনও অবধি কোনও সদর্থক পদক্ষেপ নিতে পারেনি মোদী সরকার। তাই দেশবাসী যখন করোনা আতঙ্কে থরহরিকম্প, তখন খোদ মোদীর কেন্দ্রে নিশ্চিন্তেই দিন কাটাচ্ছেন দেবতারা। হ্যাঁ, করোনা থেকে বাঁচাতে বারাণসীর এক মন্দিরে শিবলিঙ্গে মাস্ক পরিয়ে দিয়েছেন পুরোহিত। মন্দিরের কোনও মূর্তিও দর্শনার্থীদের না ছুঁতে নির্দেশ দেওয়া হয়েছে। আশঙ্কা, এর থেকে করোনা ভাইরাস ছড়াবে আরও দ্রুত।
মন্দিরের ওই পুরোহিত জানিয়েছেন, গোটা দেশজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষিতে ভগবান বিশ্বনাথকে মাস্ক পরানো হয়েছে। যেমনভাবে ঠান্ডার সময় মূর্তিতে চাদর চাপানো হয়, গরম কাপড় দেওয়া হয়, তেমনই এই আতঙ্কের মধ্যে তাদের মাস্ক পরানো হয়েছে। তিনি আরও জানান, মূর্তিতে হাত ছোঁয়াতেও বারণ করা হয়েছে দর্শনার্থীদের যাতে করোনাভাইরাস কিছুভাবে ছড়িয়ে না পড়তে পারে। একইসঙ্গে, মন্দিরের সকল পুরোহিতকেই মাস্ক পরেই পুজো করতেও দেখা গিয়েছে।