রঞ্জি ফাইনালের টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বড় রানের পথে সৌরাষ্ট্র। প্রথম দিন লাঞ্চের আগে ৩২ ওভারে হোমটিম তুলল ৭৩। কোনও উইকেট পড়েনি। অভি বারোট ও হার্ভিক দেশাই খেলছেন যথাক্রমে ৩৭ ও ৩৫ রানে। উইকেট না এলেও স্লিপে দুটো কঠিন ক্যাচ পড়েছে। সোমবার রাজকোটে জয়দেব উনাদকটের ব্যাটিংয়ের সিদ্ধান্তকে সঠিক করে তুললেন সৌরাষ্ট্রের দুই ওপেনার।
বাংলা দলে এদিন দুটো পরিবর্তন হয়। ওপেনার অভিষেক রামনের জায়গায় এগারোয় আসেন সুদীপ ঘরামি। ফাইনালে অভিষেক হল তাঁর। উইকেটকিপার হিসেবে দলে এসেছেন ঋদ্ধিমান সাহা। বাদ পড়েছেন শ্রীবৎস গোস্বামী। অন্যদিকে, সৌরাষ্ট্র দলে একটিই পরিবর্তন হয়েছে। প্রথম এগারোয় এসেছেন চেতেশ্বর পূজারা।
বাংলার পেসাররা তেমন প্রভাব ফেলতে পারেননি। ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপের বোলিংয়ে সেমিফাইনালের ঝাঁঝ অনুপস্থিত ছিল।