টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর পরে ভারতের প্রমিলা বাহিনীর স্বপ্নভঙ্গে ব্যথিত সকলে। হরমনপ্রীত কৌরদেরও শূন্য হাতে ফিরতে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। কিন্তু হার জিত খেলার অংশ৷ তবুও ভারতের মহিলা ক্রিকেটাররা যে দাপট দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল, তা ভুলতে পারছেন না অনেকেই। শচীন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি— সবাই পাশে দাঁড়াচ্ছেন হরমনপ্রীত, স্মৃতি মন্ধানা, শেফালি বর্মাদের।
ফাইনালের পরে কোহলি টুইট করেন, ‘‘এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেয়েরা যে খেলাটা খেলেছে, তার জন্য গর্ববোধ করছি। আমি নিশ্চিত, তোমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’’
শুধু বিরাট নন, শচীনও অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন, ‘‘টিম ইন্ডিয়ার জন্য একটা খারাপ দিন গেল। তবে আমাদের দলটা তরুণ। এই দল ভবিষ্যতে আরও জমাট বাঁধবে।’’ বিশ্ব ক্রিকেটে ভারতীয় মেয়েদের দাপট দেখে গর্ববোধ করছেন শচিন। তিনি লিখেছেন, ‘‘বিশ্ব জুড়ে অনেকের কাছেই এখন তোমরা অনুপ্রেরণা। তোমরা আমাদের গর্ব। পরিশ্রম করে যাও। কখনও আশা ছেড়ো না। এক দিন না এক দিন স্বপ্নপূরণ হবেই।’’