প্রতি বছরই বিনোদন কর বাবদ অর্থ জমা পড়ছে, তবু বকেয়া কমপক্ষে সাড়ে তিন কোটি টাকা। কলকাতা নাইট রাইডার্স-এর থেকে বছর প্রতি বিনোদন কর সংগ্রহ নিয়ে এমনই প্রশ্ন কলকাতা পুরসভার অন্দরে। তথ্য যাচাই করতে এবার নাইটদের টিকিট বিক্রির নথি চেয়ে পাঠাল পুরসভা।
কর সংগ্রহ বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ শুক্রবার কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। দু’পক্ষের মধ্যে বকেয়া কর নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি সংবাদমাধ্যম সূত্রে। বৈঠকে কেকেআর-এর তরফে চার জন কর্তা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
প্রতি বছর ইডেনের ৪৮ হাজার টিকিট বিক্রির হিসেবে প্রায় ২৫ লাখ কোটি বকেয়া করের পুরোটা মেটানো হচ্ছে না বলে অভিযোগ জানানো হয় পুরসভার তরফে। প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সে মোট আসন ৬৫ হাজার। এরমধ্যে টিকিট বিক্রি হয় ৪৮ হাজারের, আর ১৭ হাজার কমপ্লিমেন্টারি থাকে।
সাংবাদমাধ্যমে রিপোর্টে প্রকাশিত, বকেয়া করের কিছু অংশ মুকুবের আবেদন জানাতে পারে কেকেআর। যদিও তা মুকুব হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। শাহরুখকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিলেন মুখ্যমন্ত্রী।