করোনা এখনও কলকাতায় থাবা না বসালেও আতঙ্ক গ্রাস করেছে মহানগরীকে। তাই আগে থেকেই সমস্ত রকম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এই সতর্কতার নির্দেশিকা জারি করতে গিয়েই ফের বিপত্তির মুখে কলকাতা মেট্রো।
বিশ্বজুড়ে প্রায় ৩,৩০০টি প্রাণ কেড়ে নিয়ে এখন ভারতে করোনা আতঙ্ক সৃষ্টি করেছে। ইতিমধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা ৩৬। কলকাতায় তার উপস্থিতির খবর জানতে না পারা গেলেও সতর্কতার কোনও ত্রুটি রাখা হচ্ছে না। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এক উচ্চপর্যায়ের বৈঠক করে সমস্ত রকমের ব্যবস্থা খতিয়ে দেখেন। রেলওয়ে স্টেশনের পাশাপাশি কলকাতা মেট্রো এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর তরফেও একাধিক নির্দেশাবলী জারি করা হয়েছে। যেখানে লেখা হয়েছে কী করা উচিত এবং কী করা উচিত নয়। আর সেই পোস্টার ঘিরেই বেঁধেছে বিতর্ক। যেখানে লেখা হয়েছে, ‘চুম্বন করবেন না।’
কী কী করা উচিত নয় সেই তালিকায় লেখা হয়েছে, যেখানে-সেখানে থুতু ফেলবেন না। হাত না ধুয়ে চোখ, নাক ও মুখে হাত ধেবেন না। চিকিৎসকের সঙ্গে আলোচনা না করে ওষুধ খাবেন না। আর সেই পোস্টারেই লেখা রয়েছে, চুম্বন করবেন না। শুধু তাই নয়, আলিঙ্গন ও করমর্দন করতেও নিষেধ করা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, করোনা আতঙ্ক না থাকলে কি তবে মেট্রোয় চুমু খাওয়া যেতেই পারে। সোশ্যাল মিডিয়াতেও ট্রোল শুরু হয়েছে এই নির্দেশিকা কেন্দ্র করে।