করোনা ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে দ্রুত গতিতে। ইতিমধ্যেই উপত্যকায় দু’জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ হয়েছে সন্দেহে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু ও সাম্বা জেলার সব প্রাথমিক স্কুল। অফিসকাছারিতে বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থাও নিষিদ্ধ করা হয়েছে।
জম্মুর জিএমসি হাসপাতালে ইতালি ও দক্ষিণ কোরিয়া ফেরত দু’জন করোনা সংক্রামিত সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। কিন্তু দু’জনই হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে আবার তাঁদের এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনেরই কোভিড-১৯ সংক্রমণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের প্রধান সচিব (পরিকল্পনা) রোহিত কানসাল। কয়েকদিন আগে উড়িষ্যা থেকেও একজন পালিয়ে গেছিলেন।
জম্মু কাশ্মীরের প্রধান সচিব (পরিকল্পনা) রোহিত কানসাল জানান, ‘‘সমস্ত প্রটোকল মেনে সন্দেহজনক দু’জনকেই জিএমসি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত জম্মু আর সাম্বায় বায়োমেট্রিক হাজিরা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ওই দিন পর্যন্তই জম্মু ও সাম্বার সব প্রাথমিক স্কুল বন্ধ রাখা হবে।’’
দেশে করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। বর্তমান পরিস্থিতির মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নিয়ে আলোচনা হবে বৈঠকে।
আতঙ্ক ছড়িয়েছে উত্তর-পূর্বেও। আসাম সিকিম-সহ অনান্য জায়গায় এই ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে। আসামের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীষূষ হাজারিকা জানিয়েছেন, ‘‘মোট ৫৮৫ জনকে স্ক্রিনিং করা হয়েছে। তার মধ্যে ১১২ জনই বিদেশি। এক জন ভারতীয় পর্যটকের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন স্বাস্থ্যকর্তারা। আসামের পাশাপাশি সিকিমেও প্রচুর মানুষকে স্ক্রিনিং করা হয়েছে এবং তাঁদের একটা বড় অংশ বিদেশি। তবে সরকারি তথ্য পাওয়া যায়নি।