দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণের প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন ২০১০ সাল। কেন্দ্রের রেলমন্ত্রী তিনি। কিন্তু ইউপিএ সরকার থেকে তৃণমূল বেরিয়ে আসার পর যা হওয়ার তাই হয়েছে। কেন্দ্রের চরমতম গাফিলতিতে দশ বছরের বিচারে কাজের যা অগ্রগতি হয়েছে তাতে অনেকের মতে, একশোয় টেনেটুনে দশই দেওয়া যায়। তবে এবার নিত্যযাত্রীদের জন্যে সুখবর। পুজোর আগেই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালু হতে পারে।
গত ২৪ জানুয়ারি মেট্রোর বিরাট প্রতিনিধিদল কাজ খতিয়ে দেখতে স্পট ভিজিট করেছিল। তখনই বোঝা গিয়েছিল আরও তোড়জোড় শুরু হবে। হয়েছেও তাই। কিছুটা পথ লাইন পাতার কাজ বাকি। সেটা জুলাই মাসের মধ্যে শেষ করে শুরু হবে ট্রায়াল রান। নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রেল রয়েছেই। দক্ষিণেশ্বর পর্যন্ত তা সম্প্রসারণের কাজ চলছে। সব ঠিকঠাক থাকলে পুজোর আগেই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালু হয়ে যাবে। মেট্রোর তরফে সরকারি ভাবে এখনও কিছু না বলা হলেও, আধিকারিকদের বক্তব্য ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন বর্ধিত অংশে ছুটতে পারে মেট্রো।
নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বর্ধিত রুটে দুটি স্টেশন হবে। একটি বরাহনগর ও অন্যটি দক্ষিণেশ্বর। সন্দেহ নেই এই পরিষেবা চালু হলে হুগলি ও হাওড়ার একটা বড় অংশের মানুষ যাঁরা নিয়মিত মধ্য, উত্তর ও দক্ষিণ কলকাতায় কাজে যান তাঁদের বড় সুবিধা হবে। এখন মেট্রো ধরতে গেলে ডানলপ হয়ে নোয়াপাড়া পৌঁছতে হয়। এই রুট চালু হয়ে গেলে সেই সময় আর নষ্ট করতে হবে না। ফলে মেট্রো রুট হয়ে যাবে কবি সুভাষ থেকে একেবারে দক্ষিণেশ্বর পর্যন্ত।