এদিন সেশন চলাকালীন হঠাৎই সংসদ ভবনে ঢুকে পড়ল এক অপরিচিত ব্যক্তি। তবে তার থেকেও ভয়ানক, সেই ব্যক্তি তাজা তিন রাউন্ড গুলি নিয়ে এদিন সংসদ চত্বরে ঢুকে পরে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লীতে। যদিও সাথে সাথেই তাঁকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম আখতার খান। স্বভাবতই এই ঘটনায় সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কি করে এক ব্যক্তি নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে সুরক্ষিত চত্বরে ঢুকে পরল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কি উদ্দেশে আখতার বন্দুক নিয়ে সংসদ চত্বরে ঢুকল, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। ধৃত আখতার পুলিশকে জানিয়েছে, সংসদ চত্বরে ঢোকার আগে পকেট থেকে গুলি বের করে রাখতে সে ভুলে গিয়েছিল। তারপরই ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে দিল্লী পুলিশ।
ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ‘সংসদের ৮ নম্বর গেট দিয়ে আখতার খান নামে এক ব্যক্তি ঢুকে পড়েছিল। তার পকেটে তিন রাউন্ড গুলি সমেত বন্দুক ছিল। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে হাতেনাতে পাকড়াও করে। হেফাজতে নেওয়ার পর সে জানিয়েছে, ভুলে বন্দুক নিয়ে সংসদে ঢুকে পড়েছিল।’