দিল্লীতে যখন দাঙ্গা চলছে, তখন প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্তমান সাংসদ রাহুল গান্ধী ছিলেন দেশের বাইরে। সুদূর ইতালিতে ছিলেন তিনি। সদ্য সেখান থেকে ফিরেছেন। আর তাই এখনই রাহুল গান্ধীর করোনা ভাইরাসের জন্য টেস্ট করা উচিত! এমনই দাবি তুলে সরব হলেন এক বিজেপি সাংসদ। তাঁর যুক্তি, ইতালিতে বহু মানুষের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। সেখানেই গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার সেখান থেকে তিনি ভারতে ফিরে এসেছেন, তাই তাঁর এই ভাইরাস থেকে সংক্রমণ হতে পারে। এই কারণেই বিজেপি সাংসদ রমেশ বিধুরির দাবি, রাহুল গান্ধীর টেস্ট করা হোক। না হলে ওঁর থেকে সকলের করোনা ভাইরাস হতে পারে আশঙ্কা করেছেন তিনি।
সাংসদের কথায়, ‘রাহুল গান্ধী ইতালি থেকে মাত্র ৬ দিন আগেই দেশে ফিরেছেন। তাই তাঁর শীঘ্রই করোনা ভাইরাসের পরীক্ষা হওয়া উচিত।’ একই সঙ্গে তিনি আরও বলেন, ‘অন্যান্য সাংসদরা যাঁরা সংসদে রাহুল গান্ধীর পাশে বসেন, তাঁদেরও রাহুলের থেকে করোনা ভাইরাস সংক্রমণ হতে পারে।’ বিধুরি দাবি করেছেন, ইতালিতে যেহেতু বহু মানুষের করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে তাই ইতালি ফেরৎ রাহুলের নিজেকে পরীক্ষা করানো উচিত এবং সংসদকে সেই রিপোর্ট সম্পর্কে জানান উচিত।
ইতিমধ্যেই ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা বেড়েছে। শেষ মুহূর্তের খবর অনুযায়ী, এখনও অবধি প্রায় ২৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এই ভারতে। যাদের মধ্যে ১৬ জনই ইতালির পর্যটক। কয়েকদিনের মধ্যেই ভারতে এই ভাইরাস আতঙ্ক ছেয়ে গিয়েছে সর্বত্র। সাধারণ জনগণের মধ্যে মাস্কের ব্যবহার বাড়ছে। বেশিরভাগ সাংসদরাও সংসদে মাস্ক পরে আসার পক্ষে দাবি তুলেছেন। কেউ কেউ পরেও আসছেন।