আগামী বছর রাজ্য বিধানসভার ভোট। ফলে আসন্ন পুরসভা নির্বাচনই সেমিফাইনাল। তাই পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার না মাসখানেক আগে থেকেই বেজে গিয়েছে পুরভোটের দামামা। তবে শোনা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক চললে দোল মিটলেই চলতি মাসের তৃতীয় সপ্তাহে পুর ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহেই ভোটের এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিতে পারে নির্বাচন কমিশন। এরই মধ্যে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলাশাসকদের কাছে বিশেষ নির্দেশ নবান্নের।
প্রসঙ্গত, দলীয় সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার পুরভোটে অশান্তি করা যাবে না। বিরোধীদের হুঁশিয়ারি দেওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের সতর্ক করে রেখেছেন মমতা। এবার প্রশাসনিক স্তরেও সেই নির্দেশ গেল। মুখ্যসচিব রাজীব সিনহা সব জেলার জেলাশাসকদের এখন থেকেই প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব জেলাশাসকদের জানিয়েছেন, পুরসভা নির্বাচন সামনেই। কয়েকদিনের মধ্যেই দিন ঘোষণা হবে। মনোনয়ন জমা থেকে থেকে ভোটগ্রহণ ও গণনা কোনও পর্বেই যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার ব্যবস্থা করতে হবে।
গত পঞ্চায়েত নির্বাচনের সময়ে রাজ্য তুমুল অশান্তির সাক্ষী থেকেছে। সেই গোলমাল শুরু হয়েছিল মনোনয়ন জমা থেকেই। এবার আর যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য এখন থেকেই সতর্ক নবান্ন। মুখ্যসচিবের নির্দেশ, কোনও রকম গোলমাল বরদাস্ত করবে না রাজ্য প্রশাসন। অন্যদিকে, এরই মধ্যেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক শিবিরে পুরভোটের ঢাকে কাঠি পড়েছে। দোলের পরই নির্বাচন কমিশন ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে ধরে নিয়ে যে যার মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে।
