আইপিএলের পুরস্কার মূল্য কমছে। বিসিসিআই খরচ কমাতে চাইছে। গতবারও আইপিএলের জয়ী দল পুরস্কার মূল্য পেয়েছিল ২০ কোটি টাকা। কিন্তু এবার একধাক্কায় তা অর্ধেক হয়ে যাচ্ছে। ২০২০–র আইপিএল চ্যাম্পিয়ন দল পাবে ১০ কোটি টাকা। রানার্স দলকে দেওয়া হত ১২.৫ কোটি টাকা। এবার রানার্স দল পাবে ৬.২৫ কোটি টাকা। কোয়ালিফায়ারে ছিটকে যাওয়া দুটি দল পাবে যথাক্রমে ৪ কোটি ৩৭৫ লক্ষ টাকা। পাশাপাশি বন্ধ করা হচ্ছে আইপিএলের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়া আরও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই।
আগেই বোর্ড জানিয়েছিল, আট ঘণ্টার কম দূরত্বে কোনও বিসিসিআই কর্মীকে আর বিমানে বিজনেস ক্লাসের টিকিট দেওয়া হবে না। এছাড়া আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও যে এবার হবে না তাও আগেই জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।
বোর্ড আরও জানিয়েছে, ‘ফ্রাঞ্চাইজিরা আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী। তাছাড়া আয় বাড়ানোর জন্য ফ্রাঞ্চাইজিগুলির কাছে স্পনসরশিপ ছাড়াও একাধিক উপায় রয়েছে। তাই বোর্ড আইপিএলের পুরস্কারমূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে।’ এদিকে যে সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাগুলি আইপিএল ম্যাচ আয়োজন করবে, তাদের ফ্রাঞ্চাইজিদের তরফে দিতে হবে ম্যাচ পিছু ১ কোটি টাকা। আর বিসিসিআই দেবে ম্যাচ পিছু ৫০ লক্ষ।
