টেস্ট ব্যাটসম্যান হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যানের পাশাপাশি বিশ্বসেরার ব্যাটসম্যানের খেতাব পেয়েছেন ভারতীয় অধিনায়ক। ইংল্যান্ডর বিপক্ষে এজবাস্টন টেস্টে দুই ইনিংস ১৪৯ ও ৫১ মিলে ২০০ রান করেছেন কোহলি। এই রান করার মধ্য দিয়ে ৯১২ পয়েন্ট থেকে বেড়ে কোহলির রেটিং পয়েন্ট এখন ৯৩৪।
ইতিহাসে এই প্রথম এত বেশি রেটিং পয়েন্টের মালিক হলেন কোনও ভারতীয় ব্যাটসম্যান। এই রেটিং পয়েন্ট নিয়ে কোহলি এখন বিশ্বসেরা ব্যাটসম্যান। যদিও কোহলির ইতিহাস গড়া ম্যাচে ইংরেজদের বিপক্ষে ৩১ রানে পরাজিত হয়েছে ভারত।
র্যাংকিংয়ে শীর্ষস্থানে থাকা অস্ট্রেলিয়ান প্রাক্তন অধিনায়ক স্টিভেন স্মিথ বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ, তাকে ছাড়িয়ে শীর্ষে এখন কোহলি। অস্ট্রেলিয়ান অধিনায়কের রেটিং পয়েন্ট ৯২৯, ব্যাটসম্যানদের তালিকায় ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ইংল্যান্ড অধিনায়ক জো রুটের।
তবে ভারতীয় সপ্তম ব্যাটসম্যান হিসেবে আইসিসির সেরা ব্যাটসম্যানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। এর আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আইসিসির সেরার খেতাব পেয়েছিলেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, সুনীল গাভাস্কার, বীরেন্দ্রর শেহবাগ ও দিলীপ বেঙ্গসর্কার ।
বিরাট কোহলির আগে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৯০০ বা তার বেশি রেটিং পয়েন্ট অজর্ন করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হলেন সুনীল গাভাস্কার। ১৯৭৯ সালে ওভাল টেস্টে ২২১ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে ৯১৬ রেটিং পয়েন্টে পৌঁছে গিয়েছিলেন তিনি।