জুভেন্টাসে যোগ দেয়ার পর রিয়াল মাদ্রিদকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিলেন রোনালদো। গত মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যুর সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্কের বন্ধন শেষ করার পর ইতালিয়ান ক্লাবটির হয়ে খেলার নতুন চ্যালেঞ্জ এখন সিআর সেভেনের। তবে, ইনস্টাগ্রামে রিয়ালকে আনফলো করলেও সতীর্থদের ঠিকই ফলো করছেন রোনালদো। শুধু তাই নয়, পাঁচ বার ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ ফরোয়ার্ড রিয়ালের প্রাক্তন কোচ জিনেদিন জিদানকে ফলো করছেন এখনো।
বিশ্বকাপের বিরতি আর গ্রীষ্মকালীন ছুটি শেষে গত সপ্তাহে জুভেন্টাসে দলের সঙ্গে যোগ দেন। এই ক’দিন দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি। অনুশীলনে ডগলাস কস্তা ও পাওলো দিবালার সঙ্গে দারুণ সম্পর্কও গড়ে তুলেছেন রোনালদো। আগামী ১৯শে আগস্ট ইতালিয়ান সিরি আ’তে এবারের মরসুমের প্রথম ম্যাচে কিয়েভোর বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। এই ম্যাচের মধ্য দিয়ে জুভেন্টাসের জার্সি গায়ে অভিষেক হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর। এর আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ছয় বছর পার করার পর ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। রিয়ালের হয়ে চারটি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, দুটি স্প্যানিশ লা লিগা, দুটি স্প্যানিশ সুপার কাপ, দুটি স্প্যানিশ কোপা দেল রে, দুটি ইউয়েফা সুপার কাপ ও তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতেন রোনালদো। আর পাঁচ বারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের মধ্যে রিয়ালে থাকাকালীন জেতেন চারটি।