দিল্লী থেকে যাঁরা প্রাণের ভয়ে পালিয়েছে, মায়ের আঁচলের মতো চোখ মুছিয়ে তাঁদের আশ্রয় দেবে বাংলা। সোমবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকেই এ কথা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিল্লী হিংসায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে হিংসা-পীড়িতদের সাহায্যার্থে একটি হিতৈষী তহবিল গড়ে দিলেন তিনি। এবং তাতে প্রথমেই নিজের বই বিক্রির আয় থেকে ৫ লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, এই তহবিলের নাম দেওয়া হয়েছে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বেনেভলেন্ট ফান্ড’। ২৪ ঘণ্টা পার না হতেই যেখানে জমা পড়েছে ১০ লক্ষ টাকা। জানা গিয়েছে, এই তহবিলে লোকসভা ও রাজ্যসভার সাংসদরা প্রত্যেকে ১০ হাজার টাকা করে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর তৈরি করা এই তহবিলে অর্থ দান করবেন দলের বিধায়ক, কাউন্সিলর-সহ অন্য পদাধিকারীরা। যে কোনও ব্যক্তি এই তহবিলে অর্থ দান করতে পারেন। অর্থ সংগ্রহের পর উত্তর-পূর্ব দিল্লীতে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে সাহায্য।
মঙ্গলবার দিল্লীতে তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী নিজে ৫ লক্ষ টাকা দেওয়ার পর ৩৫ জন সাংসদ ১০ হাজার টাকা করে দিচ্ছেন। এখনও পর্যন্ত তহবিলে ১০ লক্ষ টাকা জমা পড়েছে। এরপর উত্তর-পূর্ব দিল্লীর হিংসাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য ব্যবহার হবে এই তহবিল।’ দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হিংসায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু সর্বস্ব হারিয়ে কার্যত যাঁরা পথে বসেছেন, তাঁদের দু-বেলা দু-মুঠো খাওয়ার বন্দোবস্ত করতে চাইছেন আমাদের নেত্রী। এই উদ্যোগে ভাল সাড়া মিলছে।’
