এশীয় অলিম্পিক্স বাছাই পর্বের প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন অভিজ্ঞ দুই ভারতীয় বক্সার গৌরব সোলাঙ্কি এবং আশিস কুমার। এশীয় চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী আশিস হারান তাইওয়ানের কান চিয়া-ওয়েইকে। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী সোলাঙ্কি হারান কিরঘিজস্তানের দু’বারের জাতীয় চ্যাম্পিয়ন আকিলবেক এসেনবেক উলু-কে।
প্রি-কোয়ার্টার ফাইনালে এ বার আশিসের লড়াই কিরঘিজস্তানের ওমারবেক বেকঝিগিট উলুর বিরুদ্ধে। গত বছর এশীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আশিস হারিয়েছিলেন তাঁকে।
কমনওয়েলথ গেমসে ৫২ কেজি বিভাগে সোনাজয়ী সোলাঙ্কির লড়াইটা আরও কঠিন। তাঁকে খেলতে হবে শীর্ষবাছাই উজবেক বক্সার মিরাজিজবেক মির্জাখালিলভের বিরুদ্ধে। দ্বিতীয় রাউন্ডে তিনি ওয়াকওভার পান। ৫৭ কেজি বিভাগে মির্জাখালিলভ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।
সোলাঙ্কি প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করেন প্রতিপক্ষের বিরুদ্ধে। আশিসও আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করেন তাইওয়ানের প্রতিপক্ষের বিরুদ্ধে। যদি তাঁরা সেমিফাইনালে উঠতে পারেন, তা হলে টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করবেন।